বাংলাদেশ নারী লেখক সোসাইটি থেকে (বানালেস) এর উদ্দ্যাগে ৮ম নূরজাহান পদক প্রদান অনুষ্ঠান:
এগিয়ে চলো সাহিত্যের পথে
আসসালামু আলাইকুম আগামী ১৮ সেপ্টেম্বর রোজ রোববার বেলা ৩ ঘটিকায় শিল্পকলা একাডেমী ৮ম নূরজাহান পদক অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ নারী লেখক সোসাইটি থেকে। (বানালেস) বিগত ২০১৫সাল থেকে নিয়মিত এই অনুষ্ঠান করে আসছেন।
আমাদের নারী লেখক সোসাইটির সদস্য সংখ্যা চার হাজারের উপরে
আমি আশা করবো আমার ফ্রেন্ড লিষ্টে যারা বন্ধু হয়ে আছেন তারা সবাই এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
সবাই কে বিনীতভাবে অনুরোধ করছি আমার এই দাওয়াত কার্ডটি সাদরে গ্রহণ করবেন। তাহলে আগামী রোববার ১৮ই সেপ্টেম্বর দেখা হবে ইনশাআল্লাহ।
দাওয়াত কার্ডে ভেন্যু দেওয়া আছে। ততোদিন সবাই সুস্থ ও নিরাপদ থাকুন ।
১ Comment
Welcome.