কবি-লেখকদের লেখা-লেখিতে উৎসাহ প্রদান। প্রবীণ কবি-লেখকদের সাথে নতুনদের সেতুবন্ধন রচনায় আমাদের রয়েছে বিভিন্ন কর্মসূচি। সাহিত্যের বাংলা সাহিত্যের প্রসারে আমাদের আছে এক বিরাট ফ্লাটফর্ম/নানা রকমের কর্মসূচি।
এক নজরে আমরা:
কালের প্রতিবিম্ব (শিল্প-সাহিত্যের কাগজ):
প্রথম দিকে “সমাজ পরিবর্তনে কবিতা গ্রুপ” (সপক)-এ পোস্ট করা কবিতা, ছড়া, নিবন্ধ/প্রবন্ধ, ভ্রমণ কাহিনি, অনুবাদ, শিশুতোষ ছড়া, অংকন, সামাজিক সচেতনতামূলক, রান্নার রেসিপি, ক্রীড়া ও সংস্কৃতি ইত্যাদি বিষয়ে লেখাগুলো থেকে যাচাই-বাছাই করে নির্ভুল ও ভালোমানের লেখাগুলো “কালের প্রতিবিম্ব” (শিল্প-সাহিত্যের কাগজ) ম্যাগাজিনে (প্রিন্ট ভার্সন) প্রকাশিত হয়। ধীরে ধীরে ম্যাগাজিনটি দেশ-বিদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। সুদীর্ঘ বারো বছর নানান প্রতিকূলতার পথ পাড়ি দিয়ে ম্যাগাজিনটি তেরো বছরে পদার্পণের দ্বারপ্রান্তে।
ম্যাগাজিনটি শিল্প-সাহিত্যের ছোট কাগজ বলা হলেও বর্তমানে এটি আরো বড় পরিসরে ছাপানো হয়ে পাঠকের হাতে চলে যাচ্ছে।
৬৪ পৃষ্ঠার ৪ রঙের ১২০ গ্রাম আর্ট পেপারে নিয়মিত ছাড়াও বিশেষ দিনগুলোতে বিশেষ সংখ্যা (কারো জন্মদিনে, ঈদ/পূজায়, দিবসে) বের হচ্ছে। যা পাঠকের মধ্যে ব্যাপক চাহিদা প্রস্তুত করতে সক্ষম হয়েছে।
আগামীতে আরও বড় পরিসরে ও নতুন নতুন বিভাগ সংযোজন করে সারা বিশ্বে বাংলা ভাষা ভাষীদের কাছে পৌঁছে যাবে। এই প্রত্যাশা করেন সম্পাদক ও প্রকাশক কবি আবুল খায়ের।
মনের মুকুরে (শিশু-কিশোর পত্রিকা):
শিশু-কিশোরদের মেধা বিকাশে এবং তাদেরকে সাহিত্য ও সাংস্কৃতিক মনোভাবে বেড়ে ওঠার নিমিত্তে লেখক সত্তা জাগ্রত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। শিশু-কিশোরদের নিজের লেখা প্রকাশের একটি সুন্দর মাধ্যম “মনের মুকুরে” মাসিক পত্রিকা, যা নিয়মিত প্রকাশিত হচ্ছে।
প্রতিবিম্ব প্রকাশ (অনলাইন পোর্টাল):
ইমেইল, ম্যাসেন্জার, কুরিয়ারে পাওয়া এবং সমাজ পরিবর্তনে কবিতা গ্রুপে পোস্ট করা লেখাগুলো প্রতিবিম্ব প্রকাশ নামক অনলাইন ম্যাগাজিনে নিয়মিত প্রকাশ করা হয়।
সমাজ পরিবর্তনে কবিতা গ্রুপ:
সমাজ পরিবর্তনে কবিতা গ্রুপ (অনলাইন ভিত্তিক সাহিত্য গ্রুপ) বিগত ০৬ জুলাই ২০১১ তারিখে যাত্রা শুরু করে। বর্তমানে ৮,০০০ এর বেশি সদস্য রয়েছে গ্রুপটিতে। যা দেশ-বিদেশে লেখক ও পাঠকের কাছে ব্যাপক জনপ্রিয়। প্রতিদিন অনেকগুলো লেখা পোস্ট করেন লেখকরা। মাসিক সেরা লেখকদের সনদ/ক্রেস্ট প্রদান করে লেখালেখিতে উৎসাহ প্রদান করা হয়। আছে নবীনদের শিক্ষামূলক কিছু কর্মসূচি।
উপরোক্ত কর্মসূচিগুলো তরুণ লেখক ও প্রবীণ বরেণ্য লেখকদের কাছে দারুণ সাড়া ফেলেছে। প্রতিদিনই উল্লেখযোগ্য সংখ্যাক লেখক ও পাঠক এবং গবেষকগণ এখানে প্রকাশিত লেখাগুলো পরিদর্শন করেন। এখানে তাঁরা তাদের নিয়মিত কাজের সহায়ক, গবেষণা ও শিক্ষার উপকরণ খুঁজে পান।
লেখক, পাঠক, সাংবাদিক ছাড়াও সাহিত্যের অনুরাগীরা তাঁরা তাঁদের দৈনন্দিন মনের খোরাক হিসেবেও ‘প্রতিবিম্ব প্রকাশ’ অনলাইন পোর্টাল ব্যবহার বেশ লক্ষণীয়।
প্রতিবিম্ব প্রকাশ (প্রকাশনী সংস্থা)
দেশ-দেশের বরেণ্য লেখকদের অনুবাদ, গবেষণা কর্ম ছাড়াও সাহিত্যের প্রায় সকল শাখার পুস্তক প্রকাশ ও বিতরণে ব্যাপক সুনাম অর্জনে সক্ষম হয়েছি আমরা ।
সৃজনশীল লেখকের ঠিকানা স্লোগানকে সামনে রেখে বিগত ২০২১ সালের ২৭ জুন থেকে “প্রতিবিম্ব প্রকাশ” অনলাইন পোর্টাল যাত্রা শুরু করে। বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের প্রাণকেন্দ্র ও নতুন ঢাকা নামে পরিচিত উত্তরা মডেল টাউনে আছে যার অফিস।
বর্তমানে “প্রতিবিম্ব প্রকাশ” অনলাইন পোর্টাল হিসিবেও জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে। অন্যদিকে পুস্তক প্রকাশনী সংস্থা হিসেবেও দেশ-বিদেশে ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে ওঠছে দিন দিন।
লেখক ও পাঠকের মনোবৃত্তির বিকাশের জন্যে এবং দেশি-বিদেশী লেখকদের মেলবন্ধন বৃদ্ধিতে সহায়ক ভূমিকায় অবতীর্ণ হয়ে সাহিত্যের শুদ্ধতায় আলোকিত জীবন বিনির্মাণে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
শ্রদ্ধা ও ধন্যবাদ সবাইকে
আবুল খায়ের
(কবি, কলামিস্ট)
কর্ণধার/প্রকাশক: প্রতিবিম্ব প্রকাশ।
সম্পাদক ও প্রকাশক: কালের প্রতিবিম্ব (শিল্প-সাহিত্যের কাগজ)
সম্পাদক ও প্রকাশক: মনের মুকুরে (শিশু-কিশোর পত্রিকা)
প্রতিষ্ঠাতা: সমাজ পরিবর্তনে কবিতা গ্রুপ (সপক)
প্রতিষ্ঠাতা: সপক ফাউন্ডেশন
প্রতিষ্ঠাতা: আমাদের পাঠাগার
__________________________________________________________
প্রতিবিম্ব প্রকাশ (প্রকাশনী সংস্থা)
(সৃজনশীল লেখকের ঠিকানা)
পুস্তক প্রকাশক ও বিপণনে আপনার আস্থা।
_________________________________________________________
অফিস/শো-রুম:
বাড়ি : ১১, সড়ক : ০৩, সেক্টর : ০৬, উত্তরা, ঢাকা-১২৩০। বাংলাদেশ।
ফোন: +880 1715363079; +880 1826395549
Email: khair.hrm@gmail.com, (or) kalerprotibimbo@gmail.com (or) writer.abul.khair@gmail.com; monermukure@gmail.com
web: www.protibimboprokash.com