গত ১১/৮/২৩ গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ খালিশপুর শাখা জাতীয় শোক দিবস উপলক্ষে খুলনায় বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা পাঠপর্ব দৌলতপুর কম্পিউটার সেন্টার মিলনায়তনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাঙচিল খালিশপুর থানা শাখার সভাপতি আসিফ ইকবাল। প্রধান অতিথি ছিলেন গাঙচিলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অধ্যাপক আবদুল মান্নান, প্রধান বক্তা ছিলেন গাঙচিল খুলনা বিভাগের নির্বাহী সভাপতি শেখ ইকবাল হোসেন, বিশেষ অতিথি আজকের কণ্ঠস্বর পত্রিকার সম্পাদক তাহমিনা আক্তার শিপন, গাঙচিল খুলনা শাখার উপদেষ্টা শেখ আবদুল হালিম, নতুন তারা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সাইফুর মিনা, সাংবাদিক শেখ আবু আসলাম বাবু, গাঙচিল ফুলতলা শাখা সভাপতি রহিমা খাতুন, গাঙচিল খালিশপুর থানা শাখার সিনিয়র সহ সভাপতি ফরহাদ কাদির, গাঙচিল খানজাহান আলী থানা শাখার সভাপতি এস এম আবদুর রহমান, গাঙচিল খুলনা বিভাগীয় কমিটির সহ সভাপতি নজরুল ইসলাম খান, ইব্রাহিম মনির ও গাঙচিল টিভি প্রতিষ্ঠাতা কবি খান আখতার হোসেন।
______________________________
অনুষ্ঠানে আলোচনা ও কবিতা পাঠ করেন কবি মিসেস দীপু মণ্ডল, কবি শেখ গোলাম রসুল খোকন, মোঃ মনিরুজ্জামান খোকন, গাঙচিলের আজীবন সদস্য সন্দ্বীপ কুমার ঘোষ, কবি এম এ গফফার, কবি এম এ হান্নান, কবি ডাঃ নিরাপদ বসাক প্রমুখ।
বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন চরিত সম্পর্কে আলোকপাত করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন গাঙচিল খালিশপুর থানা শাখার সাধারণ সম্পাদক কাউট। আপ্যায়নের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান।