১৭৮ বার পড়া হয়েছে
মায়াবী আতর চন্দন
সাদ আক্কাছ মিঞা
কখনো কখনো অমাবস্যায়
চোখেরা জ্যোৎস্না খোঁজে!
হাওয়ার তালে পত্র পল্লবে
মায়াবী বাঁশি বাজে।
দেওয়ানী মন উতলা হয়
অপ্রাপ্তির হিসেব নিকেশ
গচ্ছিত স্মৃতি শিকেয় তোলা
চেনা মানুষ অচেনা মুখোশ।
অহর্নিশ বেরসিক মায়া টান
ঘৃণা পোকা ঠোকররত
উৎপাতহীন অন্তঃপুরে
ভালবাসার অকাল অশ্রু যত।
আকাশের বুক জুড়ে
তারার সারানিশি ছুটি যাপন
নিছক ভালোলাগার আবেশ
মিশে ভেতর বাহির সারাক্ষণ।
চিরযৌবনা প্রেম গীতি নয়
কেবলই ভালোবাসার গল্প
নিঃশ্বাসে উচ্চারিত প্রতিটি শব্দ
কত যে শুভ্র।
আঁধার ভাঁজে শুভ্র সুগন্ধি ফুল
সম্মোহন অমাবস্যার রাত
সুবাসিত মায়াবী আতর চন্দন
কাফন রন্ধ্রে রেখাপাত।
সিলেট।