শুধু ভালোবাসা রেখো
সালাউদ্দিন কাজল
আমার কবিতা যদি ছুঁয়ে যায় তোমার প্রাণ,
তোমার স্বপ্নে যদি বাঁধে নতুন গান।
তবে আশীর্বাদের আলোয় করো পথ আলোকিত,
আমার জীবনের যাত্রা হোক তোমায় উৎসর্গিত।
আমার গানে যদি কখনো জাগে মনোরম ছায়া,
তোমার হৃদয়ের গভীরে রাখো তার মায়া।
উৎসাহ দিও, যদি কর্মে খুঁজো সান্ত্বনা,
তোমার শান্তি যেন হয় আমার জীবনের প্রার্থনা।
কিন্তু যদি ভুলে তোমার মন পায় বিষণ্ণতা,
ক্ষমার মধুতে ভরাও তার গভীরতা।
আমার ত্রুটি নিয়ে যেন না থাকে কোনো ক্ষোভ,
তোমার মমতায় মুছে যাক সকল বেদনার রূপ।
যদি আমার প্রস্থান একদিন তোমায় করে বিষণ্ণ,
তোমার অশ্রু নয়, রাখো ভালোবাসার চিহ্ন।
আমার নাম জপো না, আমার স্মৃতি ধরো না,
শুধু হৃদয়ে রেখো আলোর এক আভা।
আমার জন্য দুঃখের কাহিনি লিখো না কোনোদিন,
শুধু রেখে যাও প্রেমের এক চিরন্তন বীণ।
তোমার ভালোবাসা আমার জীবনের প্রাপ্তি,
মৃত্যুর ওপারে থাকুক তারই গাঁথি।
তাই বলি, বিদায়বেলায় একটাই চাওয়া,
তোমার হৃদয়ে ভালোবাসার হোক কাব্যগাঁথা।
তোমার সুখে থাকি আমি, এটাই হোক স্মরণ,
শুধু ভালোবাসা রেখো—চিরন্তন অনুপ্রাণ।