মুক্তিযুদ্ধ ও বিজয়ের ছড়া-কবিতা পাঠ:
আয়োজনে: বাংলাদেশ শিশুসাহিত্যিক ফোরাম
মহান মুক্তিযুদ্ধের ৫০ বছর উপলক্ষে আজ ২৫ ডিসেম্বর ২০২১, ১০ পৌষ ১৪২৮ শনিবার, বিকাল ০৪ টায় বাংলাদেশ শিশুসাহিত্যিক ফোরাম আয়োজিত
মুক্তিযুদ্ধ ও বিজয়ের ছড়া-কবিতা পাঠ ও আলোচনায় উপস্থিত অতিথিদের কয়েকজন।
রাজধানীর শাহবাগে অবস্থিত পাঠক সমাবেশ কেন্দ্রে উক্ত আয়োজনে অংশগ্রহণ করেন দেশের বরেণ্য কবি-সাহিত্যিকগণ। উপস্থিত ছিলেন–শিশুসাহিত্যিক ও মুক্তিযোদ্ধা নুরুদ্দীন শেখ, কথাসাহিত্যিক ও মুক্তিযোদ্ধা ইসহাক খান, শিশুসাহিত্যিক ও মুক্তিযোদ্ধা তৌহিদ আহমেদ, কবি আসলাম সানী, কবি ও বাচিকশিল্পী শাহাদাত হোসেন নিপু, শিশুসাহিত্যিক নাহার আহমেদ, মাহবুবা ফারুক, নুরুন্নাহার ডলি, ডা. মিজানুর রহমান কল্লোল, তাহমিনা শিল্পী, শেলী সেলিনা, নাদিরা খানম, ড. আবদুল আলীম তালুকদার, মাহির তাজওয়ার, মার্সিহা আলম আরিফ, রুবিনা আক্তার, ফারা দিবা, রুহুল আহমেদ প্রমুখ।
বাংলাদেশ শিশুসাহিত্যিক ফোরামের সভাপতি হুমায়ূন কবীর ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ফোরামের সাধারণ সম্পাদক সোহেল মল্লিক।
২ Comments
Great
good job; congratulations.