১০২ বার পড়া হয়েছে
পরম শিক্ষা।
মোহাম্মদ শরিফ উদ্দিন
পরম শিক্ষা
মোহাম্মদ শরিফ উদ্দিন
নবীপুত্র ইসমাইলের ঝরেনি
একফোঁটা রক্ত
পিতার আদেশ পালনে তিনি
হননি বিরক্ত।
দিয়েছেন তিনি ত্যাগের পরীক্ষা
দিতে নিজের জীবনখানি
পরীক্ষায় হয়েছেন উত্তীর্ণ পুত্র
সেই থেকে এলো কোরবানি।
ত্যাগের মহিমায় ইসমাইল
দুনিয়ায় উজ্জ্বল
খোদার নির্দেশ পালনে তিনি
হয়েছেন সফল।
সারা জাহান আজ পেয়ে গেছে
ত্যাগের মহান দীক্ষা
আত্মোৎসর্গে বিরল এ এক
পরম শিক্ষা।