৩৩ বার পড়া হয়েছে
পদ্ম পাতার জল
সানজিদা শাহনাজ শিখা
তুমি ঐ পদ্ম পাতার
টল মলে জল।
হালকা হাওয়ায় ঢলে পড়লে
নদীর অথৈ জলে,
লেখা নেই নাম ঠিকানা
খুঁজবো কোন বলে।
তাইতো এখন নদীটারে
বাসি অনেক ভালো,
জলের ধারা নাইবা থাকুক
হোকতা যতই কালো।
তোমার বুক পাঁজরের ওঠোন মেলে
দেখো একবার খোলে,
সেথায় থাকা স্থল পদ্মটা
নীরবে যাচ্ছে খেলে।