৬২ বার পড়া হয়েছে
চিহ্ন
সাজেদা জাহান
সব যেন কুয়াশার আড়ালে ঢাকা
আলোকচ্ছটা বিস্ফোরণ!
এঁকে দিয়েছে চিহ্ন তোমার
করেছ ভালোবাসার আলাপন।
মনের আকাশে উড়তে থাকা
ভালোবাসার নীল দর্পণ!
ফেলে দিয়েছ চিহ্ন হৃদয়ে আমার
সাথি হলাম বিষাদ জীবন!
তুমি নেই, কুয়াশায় ভিজে রয়েছে
তোমার সেই পদচিহ্ন।
কতদিন থাকব তোমার অপেক্ষায়
হৃদয়টা মোর জরাজীর্ণ।
তৃষ্ঞার্ত হৃদয় উচাটন মন
এসো প্রিয় এসো করি আলিঙ্গন।