৯৪ বার পড়া হয়েছে
কেমনে আলো দিবে
তাছলিমা আক্তার মুক্তা
ঝলঝল করা চাঁদটার আজকে
আলো গেছে নিবে,
আকাশ থেকে দূরে থাকলে
কেমনে আলো দিবে?
চাঁদের বুঝি জ্বর হয়েছে
শুয়ে কাঁটায় বিছানায়,
আলো ছাড়া জোছনার চাঁদ
কেমনে তারে মানায়।
ডাক্তার এসে চাঁদের বুঝি
জ্বর সারিয়ে তুলবে,
জোছনা ছড়িয়ে গোল চাঁদটা
হেসে কথা বলবে।
চাঁদের কিরণ গায়ে মেখে
বন্ধু হবো তার,
জীবনটাকে আলোকিত করবে
চাঁদ বন্ধু আমার ।