হায়রে আমার কপাল
মুহাম্মাদ ওবায়দুল্লাহ
ভক্তি শ্রদ্ধায় জীবনভর
টানলাম যাদের জুতা
ভালোবাসায় দিলাম যাদের
সাদা সুই সবুজ সুতা।
মিষ্টি পায়েশ দিলাম সবই
দিলাম শক্ত পাটা পুতা
বিনিময়ে পেলাম শুধু
কানমলা আর গুতা।
বঞ্চনায় বড় ব্যথা
মুহাম্মাদ ওবায়দুল্লাহ
অপমানের অকথা কষ্ট কথা শুনতে শুনতে
বঞ্চনার বড় ব্যথা পেতে পেতে গুনতে গুনতে
ও আল্লাহ বেঁচে আছি কাঁটা পথে কোনো মতে
আমায় একটু বাঁচাও খোদা রেখো তোমার রহমতে।
এই কি আমার আপন
মুহাম্মাদ ওবায়দুল্লাহ
বিদেশী বন্দুক তোর বিষাক্ত হাতে
শয়তান সাহেব তোর সাথে
বুলেট মারলি তুই বিশুদ্ধ মোর মাথে
আহা, আপনজনদের হাতে
আমি লুটোপুটি খাই রক্তপাতে
এমনিতর অত্যাচার দিনে-রাতে
বাঁচাও একটু প্রভু, কান্না মোর মুনাজাতে।
ভেজাল ভালোবাসায়
মুহাম্মাদ ওবায়দুল্লাহ
ভেজালে ভরা নির্ভেজাল মরা
বীভৎসতায় এই বিশ্ব
এই বিশ্বেই বেঁচে আছি
বড় দুঃখে নির্মম নিঃস্ব
ভেজাল ভালোবাসায় নিঃশেষ
আমি যদিও হই নিঃস্ব
নিঃস্ব হবো নির্মল হবো
তবুও হবো না শয়তানের শিষ্য
নিঃস্ব আমি নির্মল আমি
বিশ্ব নবীর শিষ্য,
আমি বিশ্ব নবীর শিষ্য।