1) সুস্থ পৃথিবী
কামরুন নাহার শিপু
আরো একটি রাত কেটে যাক
উজ্জ্বল নক্ষত্রের ভিড়ে,
বিষণ্নতার কালিমা মুছে দিয়ে
ফিরে আসুক আলোকিত সকাল ।
আরো একটি পাখি ডাকা ভোর আসুক
রোদ্রস্নাত সকালটা হোক
গোলাপী আভায় আচ্ছাদিত ।
আরো একটি স্বপ্ন বেঁচে থাকুক
হাজারো কল্পনার ভিড়ে ,
আরো একটি আশা বেঁচে থাকুক
হাজারো বাসনার মাঝে ,
আরো একটি প্রেম বেঁচে থাকুক
হাজারো ভালোবাসার মাঝে ।
আরো একটি নতুন সম্ভাবনাময় দিন আসুক
প্রেরণার মহাপ্লাবনে হয়ে উঠুক তেজোদৃপ্ত ।
আরো একটি জীবন আসুক
বিশুদ্ধ, পরিশোধিত, ছন্দময়, আলোকময়।
আরো একটি পৃথিবী আসুক;
সুস্থ , স্বাভাবিক, প্রাণবন্ত।
2) জাগো মুসলিম
কামরুন নাহার শিপু
জাগো মুসলিম জাগো
অভিমানী, বিষজ্বালা,অশান্ত আজ বিশ্ব।
মহামারী এ ধরিত্রীর বুকে
কভু করোনা কুর্ণিশ অত্যাচারী ঐ জালিমদের।
মহাপ্রলয়ের বেগে নিশ্চিহ্ন করো ইহুদিদের।
চূর্ণ-বিচূর্ণ করে দাও, উপড়ে ফেলো ঐ উচ্ছৃঙ্খল বেনামাজীদের
যারা নৃশংস হত্যাযজ্ঞ চালায় নবজাতক মুসলিম আর শিশু কন্যাদের।
ওরা হিংস্র নরপিশাচ বেদুঈন
ওদের পদদলিত করো নিশ্চিহ্ন করো হে মুসলিম।
হায় আফসোস!
কোথায় আজ মানবতা?
ধরিত্রীর বুকে বিষধর কাল- ফণী
দিকে দিকে আর্তচিৎকারে প্লাবিত হয় রক্তনদী।
হে প্রভু,
ক্ষমা করোনা ঐ ইহুদিদের
ইস্রাফিলের শিঙ্গার মহা- হুঙ্কারে
ধ্বংস করো ওদের।