প্রেম বিরহ।
ফরিদা বেগম
26 /11 /2021
কলেজের চৌকাট পেরিয়ে সেদিন যখন বিশ্ববিদ্যালয়ে পা রাখলাম,
দূর থেকে দেখি নীল শার্ট পরা তুমি,
পাশ দিয়ে যেতে যেতে হঠাৎ একটু থমকে গেলে।
মৃদু হেসে কুশল বিনিময়ের ছলে
আমাকে জেনে নিলে_
তোমার মায়াবী চোখে চোখ পড়তেই,
আমি হারিয়ে গেলাম তোমার চোখে।
আস্তে আস্তে তুমি কখন যেন আমার সান্নিধ্যে অতঃপর মনের গহীনে গভীরে।
ভালোলাগা আর ভালোবাসায় আমাকে ভরে দিলে
বললে, রাজশ্রী নায়িকা তুমি_
ফুল ফসলের দিনে আমরা হব অমর সঙ্গী।
এভাবে কেটে গেল বহুটা সময়,
কখনো বিশ্ববিদ্যালয়ের করিডোরে, কখনো সবুজ বনের ছায়, কিংবা কখনো বালুচরে।
পাশাপাশি দুজনে আনন্দে দিশাহারা,
গান , কবিতায় ভরে গেল জীবনের সোনালি সময়।
হঠাৎ একটা ঝড়ে আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম।
আজো রাত বিরাতে স্মৃতির পটে তুমি,
যখন ঘুম আসে স্বপ্ন আসে,
স্বপ্নে এলে তুমি আসো,
তুমি এলে ঘুম ভেঙে যায়,
স্বপ্ন হারিয়ে যায়।
তখন আঁধারে সেই নীল রঙা পাখি কে খুঁজে বেড়াই
৩ Comments
আমার লেখা কাল্পনিক প্রেম বিরহের গল্প কবিতাটি প্রকাশ করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই কবি ও কলামিস্ট জনাব আবুল খায়ের কে
প্রেম জীবনের এক অবিচ্ছেদ্য ঘটনা, জীবনে প্রেমের কিছু নাটকের অবর্তীর্ণ হতে পারে/ পাঠক যদি আমার প্রেম বিরহের কবিতা টি আচ্ছাদন করে একটু আনন্দ পায় এতেই আমার আনন্দ
পাঠককুল পাঠ করুন প্রেম বিরহের গল্প