জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মোৎসব-২০২৪ পালিত:
গতকাল ০৯ ফেব্রুয়ারি বিকাল ৪টায় বিশ্ব সাহিত্য কেন্দ্র, বাংলামটরে অনুষ্ঠিত হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মোৎসব-২০২৪।
এতে প্রধান অতিথি ছিলেন রমিজ উদ্দিন আহমেদ (বীর মুক্তিযোদ্ধা, সভাপতি: বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা)
সভাপতিত্বে ছিলেন অধ্যাপক অসীম সরকার (ঢাকা বিশ্ববিদ্যালয়)
উদ্বোধক: সরকার মাহাবুব (কবি, সাবেক সচিব, বীর মুক্তিযোদ্ধা)
প্রধান বক্তা: আতা উল্লাহ (চেয়ারম্যান: গণ আজাদী লীগ)
প্রধান আলোচক: আবুল খায়ের (কবি ও কলামিস্ট, প্রকাশক: প্রতিবিম্ব প্রকাশ)
স্বাগত বক্তা: কল্যান চক্রবর্তী (কবি, চার্টার্ড একাউন্টেন্ট)
বিশেষ অতিথি ছিলেন: কবি সাঈদা আজিজ চৌধুরী (চেয়ারম্যান: সপক ফাউন্ডেশন)
স্বপন দেব (বীর মুক্তিযোদ্ধা)
সাগর নীল (কবি, ইঞ্জিনিয়ার)
মেসবা উদ্দিন (বীর মুক্তিযোদ্ধা)
বক্তাগণ বঙ্গবন্ধুর জীবনী বিস্তারিত আলোচনা করেন এবং তাঁর আদর্শকে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে আহ্বান জানান।
কবিতা আবৃত্তি করেন: কবি মীর মোঃ মুনিরুজ্জামান, কবি কাজী আনারকলি, কবি লিলি শেঠ, কবি সেলিম কাজী, কবি বিমল সাহা, কবি তাপস কুমার, কবি শাহিদুল ইসলাম,কবি সৈয়দ ইসমাঈল হোসেন জনি প্রমুখ।
গান পরিবেশন করেন: মেহেদী পারভেজ, যা অনুষ্ঠানকে আরো বাড়তি আনন্দ দিয়েছে।
অনুষ্ঠান সঞ্চালনায়: কবীর হুমায়ূন।
অনুষ্ঠানটি আয়োজনে: কবি শ্যামলী মন্ডল, চেয়ারম্যান: সুচারু সাহিত্য ভুবন।
সহযোগিতায়: প্রতিবিম্ব প্রকাশ, উত্তরা, ঢাকা।
_______________________
প্রতিবিম্ব প্রকাশ: সৃজনশীল লেখকের ঠিকানা
কালের প্রতিবিম্ব: Kaler Protibimbo (শিল্প-সাহিত্যের কাগজ)
মনের মুকুরে: শিশু-কিশোর পত্রিকা
বাড়ি: ১১ (নিচ তলা), সড়ক: ০৩, সেক্টর: ০৬, উত্তরা, ঢাকা-১২৩০।
ফোন: ০১৭১৫৩৬৩০৭৯/০১৮২৬৩৯৫৫৪৯
ইমেইল: khair.hrm@gmail.com;
info@protibimboprokash.com
ওয়েব: https://protibimboprokash.com/
পেজ: https://www.facebook.com/protibimboprokash