৩০৯ বার পড়া হয়েছে
বেশি/বেশী:
‘বেশি’ ও ‘বেশী’ দুটি ভিন্ন অর্থদ্যোতক শব্দ। উচ্চারণ অভিন্ন হলেও বানান ও অর্থ ভিন্ন।
‘বেশি’ শব্দের অর্থ অনেক বা খুব। অন্যদিকে ‘বেশী’ শব্দের অর্থ বেশধারী।
সুতরাং খুব বা অনেক বুঝাতে ‘বেশি’ লিখুন।
প্রয়োগ:
(১) বেশি: বেশি অর্থ মানুষকে অবিবেচক করে দেয়।
(২) পাগল-বেশী লোকটা আসলে একজন গোয়েন্দা