১২৪ বার পড়া হয়েছে
মন ভাঙা জানালায়।
স্বপ্না সাহা
আকাশে তখন অনাকাঙ্ক্ষিত এক ঝড় উঠেছে।
ঝড়ের দাপটে পৃথিবীর গলিপথগুলো
দিকভ্রান্ত পথিকের মতো ছুটতে ছুটতে
আমার মনের ঘরে আছড়ে পড়ল।
আমার প্রবল চেষ্টা সত্ত্বেও
জানালা বন্ধ করতে পারি নি।
অথচ ঝড়ের কোনো আগাম পূর্বাভাস ছিল না,
হয়তো আবহাওয়া অফিসের ঠিকানা বদলে গেছে।
আমি তাকিয়ে দেখি—
মন ভাঙার শব্দগুলো কেমন নিথর হয়ে
ঘরের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে।
সেগুলোকে জড়ো করে মন ভাঙা জানালায়
নিঃশব্দে রেখে দিলাম।
লোনা জলের ধারায় মন ঘরে তখন জল থৈ থৈ।
একটা ঝড়ে শুধু ধ্বংসরাই সাক্ষী রইলো।
একা হয়ে যাওয়ার সাক্ষী।।
কলকাতা/ভারত