২৭৫ বার পড়া হয়েছে
হিসেবের খাতা
রেজাউদ্দিন স্টালিন
সবকিছু দিয়ে দিয়েছি আমি
ভুবন চিলের ঠোঁটে ডাকঘুড়ি
প্রজাপতির ডানায় কৈশোরের
ছবি আঁকার খাতা
উৎসবের জামা হরিণের গায়ে
কাঠি লজেন্স নিয়ে কাক বসে আছে
সুতোর উপর
বন্ধুর চোখ রক্তের শিশিরের মধ্যে
প্রিয় বৃষ্টি বিশ্রাম নিচ্ছে জানালায়
বিস্ময় গেছে দিগন্তে
অর্জিত সব স্বপ্ন সময়ের করতলে
সূর্য বিলি করছে জমানো আকাংখা
চাঁদ বাড়ি ছেড়েছে অনেক আগেই
পিঁপড়েরা কোথায় লুকালো
হিসেবের খাতা
খুঁজতে শুকনো পাতার উপর
দিয়ে হাঁটছি
পৃথিবীর শেষ প্রান্তে