৮১ বার পড়া হয়েছে
সমাপ্তি রেখা
আফরোজা নাসরীন
প্রকৃতির সৌন্দর্যের ভাঁজে ভাঁজে
অন্ধকার ফুল হয়ে ফুটেছে।
বসতভিটায় বৃষ্টির ফোঁটা বলে গেলো
কদম শাখে বাদল এসেছে —
একপশলা বৃষ্টি আমায় ছুঁয়ে গেছে
মেঘের বোলে প্রকৃতির পৃষ্ঠা উল্টিয়ে দেখি–
স্মৃতি শুধু নির্বাক ছায়া মাত্র।
শিউলির মতো কখন যে প্রেম ঝরে পড়ে গেছে,,,
খেয়াল করিনি —
মাধবীলতার তলে আর মালা গাঁথা হলো না।
রাত্রির গভীরতায় প্রত্যাশিত আলো নিভে গেছে —
এমন কি আকাশ দেখার স্বাধীনতা হারিয়ে,
সময়ের চোখে সমাপ্তি রেখা।