৬৬ বার পড়া হয়েছে
সচেতন বরেন্দ্র পরিবার
।।কাবেরী সাহা।।
বরেন্দ্র পরিবার
নেবেন আমার নমস্কার।
কেমন আছেন
দাদা-বৌদিরা সব?
করোনার ভয়ে বন্দী নাকি?
আমাদেরও একই পরিণতি।
জরুরি কাজে বাইরে গেলে
Mask রাখবেন Must মুখের সাথে।
হাতে দেবেন Hand gloves,
চোখে পরবেন Sunglass.
মাথায় দেবেন সাহেবি Cap.
কান দু’টো আবার বাদ যাবে কেন?
কানে দেবেন Ear phone.
এবার আপনার শ্রী চরণ,
জুতোয় ঢাকবেন সে চরণ।
এবার আপনি করোনা Fit,
করোনা আপনাকে করবে না Hit.
ভালো থাকুন,সুস্থ থাকুন,
জনগণকে সচেতন করুন।