লেখা আহবান:
আমাদের দেশের খ্যাতিমান শিশুসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালী। তিনি আগামী ৩০ অক্টোবর ২০২২ ঊনষাটে পদার্পণ করছেন।
এই উপলক্ষে শিল্প-সাহিত্যের কাগজ ‘কালের প্রতিবিম্ব’র পরবর্তি সংখ্যাটি সাজানো হবে হুমায়ূন কবীর ঢালীকে নিয়ে।
এখানে উল্লেখ্য: হুমায়ূন কবীর ঢালী, সমাজ পরিবর্তনে কবিতা গ্রুপ (সাহিত্য গ্রুপ) এবং শিল্প-সাহিত্যের কাগজ ‘কালের প্রতিবিম্ব’ (ম্যাগাজিন)-এর সম্মানিত উপদেষ্টা।
এ সংখ্যায় থাকবে হুমায়ূন কবীর ঢালীকে নিবেদিত গল্প-কবিতা-ছড়া-প্রবন্ধ-নিবন্ধ।
আপনার লেখাটি আগামী ১০ অক্টোবর ২০২২ তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় পাঠানোর অনুরোধ করছি।
আবুল খায়ের
সম্পাদক, কালের প্রতিবিম্ব
বাড়ি:০১, সেক্টর: ০৪, উত্তরা, ঢাকা।
E-mail: khair.hrm@gmail.com
মোবাইল: 01715 363079
ওয়েব: https://protibimboprokash.com/
পেজ: https://www.facebook.com/protibimboprokash