মায়া
শাহ নাজমুল
আগামীর চিত্রায়ন দেখার অপেক্ষায়
ট্রেনের জানলার পাশে
আমার উদাসী মুখ.
বসে বসে চামুচ দিয়ে
বরফি মায়া খাচ্ছি।
একজন মায়াবতী এক পোটলা মায়া
জোর করে গুঁজে দিয়েছিল হাতে।
ষ্টেশনে ক’জন মায়া ছিটানো রোরুদ্যমানাকে দেখে
ছলকে ছলকে মায়ারা
আমাকে গ্রাস করে নিল।
প্লাটফরমে অজস্র কোলাহল- চিৎকারে ম্রিয়মান,
সবকিছু ছাপিয়ে সবুজ আর সাদা মায়ারা
অস্হির সময়কে মায়াবী করে দিচ্ছিল।
আমার হ্রদয়ের মত আকাশের মুখ ভার,
গাঢ মেঘেরা মমতার বৃষ্টি ছড়ালো বলে।
ট্রেন ছেড়ে দিলে বেশ কিছু মায়া
কান্না জুড়ে দিল
ছুটছে তারাও, যদিও সবকিছু গতির কাছে হীনবল।
স্তব্ধ হয়ে বসে আমার মায়ার পুটলী খুলে
অপার্থিব আবেগে গলে যেতে থাকলাম
ঠিক হাতের আইসক্রিমটির মত।