অভিনন্দন –
শাওন মাহমুদের
জন্মদিন আজ
— মেসবা খান
—————————————————-
শাওন মাহমুদ কালজয়ী সুরকার আলতাফ মাহমুদের মেয়ে। একজন ফ্রিল্যান্স কলাম লেখক তিনি।
সামাজিক সচেতনতার পাশাপাশি পারিবারিক সহিংসতা, মুক্তিযুদ্ধ এবং বাগান বিষয়ক লেখালেখি করে থাকেন শাওন।
বাগানের বিষয়ে শাওন মাহমুদের এতটাই আগ্রহ যে নিজেকে তিনি চাষী হিসেবে পরিচয় দিয়ে থাকেন।
কিংবদন্তি পিতার মতো বাংলাদেশ নিয়েও প্রায়ই লেখালেখি করেন শাওন মাহমুদ। শাওন বুকে ধারণ করেন বাংলাদেশকে।
আলতাফ মাহমুদ যখন ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানে সুর দেন তখন তাঁর জন্মই হয়নি। সেটা ৫২’র ভাষা আন্দোলনের কথা। আর শাওন মাহমুদ জন্মগ্রহণ করেন ১৯৬৮ সালের ৬ আগস্ট।
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ তাঁর বাবার গান এটা। গোটা বাংলাদেশটাই একুশে ফেব্রুয়ারিতে তাঁর বাবা হয়ে যায়। এই গানের শিহরণে শাওন আজও ছুঁয়ে চলেন তাঁর বাবাকে। অপার্থিব মূর্ছনায় আলতাফ মাহমুদ বয়ে বেড়ান প্রতি মুহূর্তে এই বাংলাদেশের বাতাসে, তাঁর কন্যার হাতের স্পর্শ ধরে।
১৯৭১ সালের ৩০ আগস্ট পাকিস্তানি সেনাবাহিনী বাসা থেকে ধরে নিয়ে যায় আলতাফ মাহমুদ ও তাঁর শ্যালকদের। ঘটনাক্রমে সেদিন তাদের সঙ্গে ছিলেন চিত্রশিল্পী আবুল বারক আলভী। তাঁদের ওপর অকথ্য নির্যাতন চালিয়েছিল হানাদাররা। আলভী ও তাঁর শ্যালকেরা একদিন উদ্ধার পেয়েছিলেন সেই নরক থেকে, কিন্তু আলতাফ মাহমুদ আর ফিরে আসেননি।
ফেসবুক পরিবারের পক্ষে শাওন মাহমুদের জন্য রইল শুভ কামনা আজকের এই বিশেষ দিনটিতে।