১৬৭ বার পড়া হয়েছে
কথা ছিল না
মেহেদী সালাউদ্দীন
কথা ছিলো না, আমাদের দেখা হবে আবার;
কথা ছিল না, বৃষ্টিতে ভিজব গান গাইব,
কথা ছিল না, অভিমানের কাছে আমরা হেরে যাব।
কথা ছিল না, সরাব চোখের থেকে চোখের দৃষ্টি।
কথা ছিল না, বাগানের ফুল বিক্রি করব এভাবে,
কথা ছিল না, আণবিক দূরত্ব বাড়াব এমনি।
কথা ছিল না, দুঃখ দেব, কষ্ট পাব, গুটিয়ে যাব;
কথা ছিল না, আমি অধম হব।
কথা থাকে না, তবু অনেক কিছু হয়,
জীবন নয় কোন গণিতের সমীকরণ।
তাং: ১৯/১০/২১
রাত, ৯টা।