১৯৭ বার পড়া হয়েছে
মানুষ হবে
(লিমা ইসলাম লিপু)
মানুষ রূপে মানুষ হবে
বিবেকটুকু জাগিয়ে,
কী লাভ হবে পৃথিবীটা
বোমবারুদে রাগিয়ে!
দানবরূপে চোঙাফুঁকে
ফাল চালালে পাঁকিয়ে,
ধ্বংসে তোমা কালের ধ্বনি
আসবে ধেয়ে হাঁকিয়ে।
রুদ্রঝড়ের অগ্নি তাপে
যেওনা কেউ পুড়িয়ে,
বাঁচতে হলে হওরে মানুষ
নূরের আলো কুড়িয়ে।
১ Comment
good