ঢাকা প্রতিনিধি:
গতকাল ১৭ মে ২০২৪, শুক্রবার বিকেল ৪টার সময় সাহিত্য সংগঠন: “সুচারু সাহিত্য ভুবন”-এর উদ্যোগে এবং প্রকাশনী সংস্থা: প্রতিবিম্ব প্রকাশ-এর সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
কাঁটাবন মোড়, শাহবাগের কবিতা ক্যাফে-তে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানের
উদ্বোধক ছিলেন : কবি-কথক সালেম সুলেরী, গ্লোবাল সভাপতি: তিনবাংলা (ভারত, বাংলাদেশ, প্রবাসবাংলা), নিউইয়র্ক।
সভাপতিত্বে ছিলেন : ড. চিন্ময় হাওলাদার, অধ্যক্ষ, জাতীয় বিশ্ববিদ্যালয়।
প্রধান অতিথি ছিলেন : মোহাম্মদ আলমগীর (জুয়েল), কবি, গবেষক, সম্পাদক ও নাট্যকার।
প্রধান বক্তা ছিলেন : শাহাদাত হোসেন সুজন, কবি, সাহিত্যিক, সম্পাদক।
প্রধান আলোচক ছিলেন : আবুল খায়ের, কবি, সম্পাদক: কালের প্রতিবিম্ব, কর্ণধার: প্রতিবিম্ব প্রকাশ।
স্বাগত বক্তা: মোহাম্মদ আলী খান মানিক, যুগ্ম মহাসচিব, পেশাজীবী সমন্বয় পরিষদ।
বিশেষ আলোচনায় অংশ নেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক জাকির হোসেন রাজু (প্রেসিডেন্ট: বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট)।
এছাড়া বিশেষ অতিথি হিসাবে আলোচনায় অংশ নেন :
১) কবি সাঈদা আজিজ চৌধুরী, চেয়ারম্যান: স.প.ক ফাউন্ডেশন। উপদেষ্টা: সমাজ পরিবর্তনে কবিতা গ্রুপ, যুগ্ম সম্পাদক: কালের প্রতিবিম্ব।
২) কাজী মোহাম্মদ জহিরুল কাইয়্যুম, মহাসচিব, জাতীয় নির্বাহী পরিষদ (বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামীলীগ-বাকশাল)।
৩) অধ্যাপক কবি মাহমুদ বেগম
৪) কবি ইকবাল হোসেন
৫) কবি ও সংগঠক গোবিন্দলাল সরকার
৬) কবি রেনু আহমেদ
৭) কবি ও সংগঠক ওয়ালি জসিম
কবিতা পাঠে: কবি মনিরুজ্জামান (কৃষিবিদ), কবি মাহি ফারহানা,, প্রফেসর কবি মাহবুবা বেগম, কবি দীপিকা রানী হালদার, কবি ইসমাইল হোসেন জনি, কবি ফেরদৌস পারভীন (সাবেক উপসচিব), কবি রিনা সাহা, কবি মেসবাহ মুকুল প্রমুখ।
গান পরিবেশন করেন: নজরুল সংগীত শিল্পী সচিব সূত্রধর সহ আরও অনেকে।
উপস্থাপনা/সঞ্চালনায়: কবি ও সাংবাদিক রতন
____________________
আয়োজনে: “সুচারু সাহিত্য ভুবন”।
সহযোগিতায়: প্রতিবিম্ব প্রকাশ, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৭১৫৩৬৩০৭৯
_______________________________
সৃজনশীল লেখকের ঠিকানা:
প্রতিবিম্ব প্রকাশ (পুস্তক প্রকাশ ও বিপণনে বিশ্বস্ত অংশীদার)।
কালের প্রতিবিম্ব (ম্যাগাজিন)
মনের মুকুরে (শিশু-কিশোর পত্রিকা)
আমাদের পাঠাগার (ঢাকা/নোয়াখালী)
_________________________
বাড়ি: ১১, সড়ক: ০৩, সেক্টর:০৬, উত্তরা, ঢাকা-১২৩০।
ফোন: ০১৭১৫৩৬৩০৭৯/০১৮২৬৩৯৫৫৪৯
ইমেইল: khair.hrm@gmail.com;
ওয়েব: www.protibimboprokash.com
পেজ: protibimboprokash