৫২তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গাঙচিল উত্তরা শাখার উদ্যোগে সাহিত্য আলোচনা, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভাপতি: বীর মুক্তিযোদ্ধা এ টি এম ফারুক আহমেদ (সভাপতি, গাঙচিল উত্তরা শাখা)
প্রধান আলোচক: শাহী সবুর (সাধারণ সম্পাদক , গাঙচিল ঢাকা মহানগর)
প্রধান অতিথি: মুহাম্মদ মাসুম বিল্লাহ (উপদেষ্টা, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ)
বিশেষ অতিথি: আবুল খায়ের (কবি, সম্পাদক ও প্রকাশক, প্রতিবিম্ব প্রকাশ)
বিশেষ অতিথি: এম এ আলীম (বিশিষ্ট কবি)
সাহিত্য আলোচনায় অংশগ্রহণ এবং কবিতা পাঠ করেন: জেসমীন নূর প্রিয়াংকা, কবি নূরুল হক, খুকুমণি, কবি আবুল খায়ের, কবি মুস্তাহিদ, কবি আব্দুল আলীম, কবি এম. কে সাইদুর, কবি সোহেল রানা, কবি ও গীতিকার শহীদুল্লাহ, চপল ইসলাম সাকিব প্রমুখ।
গান পরিবেশন করেন: শিল্পী রিয়া মণি, শিল্পী ইসমোতারা মনি, শিল্পী কামরুন্নাহার শাপলা, বাদ্যকার ময়দান আলী প্রমুখ।
এছাড়াও উপস্থিত বেশ কিছু কবি ও সাহিত্য অনুরাগী।
এটি একটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। পরিশেষে সভাপতি মহোদয় পরবর্তী আসরে সবাইকে স্বতঃর্স্ফূত অংশগ্রহণে অনুরোধ জানান।
অনুষ্ঠান পরিচালনায় ও সঞ্চালনায় ছিলেন: কবি হারুনুর রশীদ
১ Comment
congratulation