১৩৬ বার পড়া হয়েছে
পটে আঁকা জীবন
মরিয়ম লিপি
জীবন ছিল পটে আঁকা ছবি
আঁধারে আঁধারে হয়েছে জলচ্ছবি,
এখন আর স্বপ্নগুলো রঙিন হয়ে
ধরা দেয় না অস্পৃষ্ট এই হৃদয়ে
ভরে উঠে ধুলোপড়া মূুর্তির মতন।
আঁখিজল জমে হয়েছে অট্টালিকার প্রলেপ
রুদ্রজ্বালে বুনেছি যে মালা
ভাসিয়েছি আজ তা প্রেমহীন ভেলাভূমিতে,
মৌনতা ভিড় করে অন্ধকূপ হতে
স্মৃতিকথা ম্লান হয়ে যায় একাকীত্বের ঘরে,
আর কতকাল ভাসাবো এই হৃদয় শূন্যতার
হাহাকারে,
তুমিহীন এই জীবন কতটা আশ্রয়হীন
সে কথা শুধু বিধাতাই বুঝে।