৬৭ বার পড়া হয়েছে
বাবা দিবস
ওয়াহিদুজ্জামান বকুল॥
ফারদিন, তুমি আমার প্রথম আলোর ঝিলিক,
ফাইজিন, তুমি আমার ছোট্ট প্রিয়মণি,
অজস্র সুখের ঢেউ লাগে প্রতিদিন,
তোমরাই আমার জীবন॥
তোমাদের স্বপ্নে বুনেছি আমার স্বপ্ন,
তোমাদের সাফল্যে পেয়েছি আমার প্রাপ্তি,
জীবনের প্রতিটি মোড়ে আছি তোমাদের সাথে,
প্রকাশে পারি না কিন্তু অনুভব করি গভীরে॥
ফারদিন, তুমি আমার সূর্যের আলো,
ফাইজিন, তুমি চাঁদের মায়াবী ছায়া।
তোমরা বড় হয়েছো, তবু আমার কাছে শিশু,
হৃদয়ের প্রতিটি স্পন্দনে তোমাদের নাম,
আমার প্রিয় দুই রত্ন, ফারদিন ও ফাইজিন।
মোর ভালোবাসা, কখনো হবে না সরা,
তোমাদের প্রতি ভালবাসা আমার অসীম॥