লেখা হোক আজ ও আগামীর। এই স্লোগান কে সামনে রেখে “সমাজ পরিবর্তনে কবিতা গ্রুপ (সপক গ্রুপ) কাজ করে যাচ্ছে। তারই অঙ্গসংগঠন সমাজ পরিবর্তনে কবিতা ফাউন্ডেশন (সপক ফাউন্ডেশন) এর উদ্যোগে অনুষ্ঠিত হলো: বাংলাদেশ ও ভারতের কবিদের সাহিত্য আড্ডা।
গতকাল ১৬ অক্টোবর ২০২৩, সময়: বিকেল ৪টায় রাজধানীর কাঁটাবন মোড়, শাহবাগ- এর কবিতা ক্যাফেতে অনুষ্ঠিত হয় সাহিত্য আড্ডা। সপক ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা আবুল খায়ের এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয়। এছাড়াও প্রধান অতিথি ছিলেন- রেজাউদ্দিন স্টালিন (বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত কবি), প্রধান আলোচক- আসলাম সানী (বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত কবি)
সম্মাননীয় অতিথি- ভারতের কবি স্বপন ভট্টাচার্য, কবি ও সংগঠক সুরঙ্গমা ভট্টাচার্য, কথাশিল্পী আয়েশা খাতুন, কবি দেবাশিস মল্লিক, কবি মন্দিরা গাঙ্গুলী প্রমুখ।
বিশেষ অতিথি ছিলেন- আহমেদ জসিম (প্রখ্যাত ছড়াকার), মাহমুদুল হাসান নিজামী (কবি, সংগঠক, পত্রিকার সম্পাদক), এবিএম সোহেল রশীদ (কবি, অভিনেতা ও শহীদ বুদ্ধিজীবী পরিবারের সন্তান), অব: মেজর পলক রহমান (কবি, অভিনেতা, গায়ক, বাচিক শিল্পী), ড. নজরুল ইসলাম খান (কবি ও অধ্যক্ষ), সৈয়দ রনো (কবি, সম্পাদক ও প্রকাশক), কবীর হোসেন তাপস (কবি ও মিডিয়া ব্যক্তিত্ব), আদিত্য নজরুল (কবি), জামসেদ ওয়াজেদ (কবি), কাজী মাজেদ নেওয়াজ (কবি), আবদুর রব (কবি), মোসলেহ উদ্দিন (কবি, সংগঠক ও প্রকাশক)।
আলোচক- শিহাব রিফাত আলম (জাগ্রত মহা নায়ক, সংগঠক ও একজন সফল ব্যবসায়ী), অধ্যক্ষ খান আখতার হোসেন (কবি ও সংগঠক)।
কবিতা পাঠ করেন- অনিতা দাস (কবি ও অধ্যাপক), শিরীনা ইয়াসমিন (কবি ও অধ্যপক), শাওন আসগর, ক্যামেলিয়া আহমেদ (কবি ও সম্পাদক), রোকসানা রহমান (কবি), লিলি হক (কবি), হারুনুর রশীদ (কবি ও ছড়াকার), নূরুল হক (কবি ও গীতিকার), লাবণ্য সীমা (কবি), মোঃ মুজিবর রহমান বকুল (কবি, গীতিকার ও বাচিক শিল্পী), সাহানা সুলতানা (কবি, সংগঠক ও রান্ধন শিল্পী), লিজি আহমেদ (কবি ও বাচিক শিল্পী), অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক (কবি ও সংগঠক), হোস্নেয়ারা বকুল (কবি ও উন্নয়ন কর্মী), শাহী সবুর (কবি ও সংগঠক), মহুয়া বাবর (কবি ও সংগীত শিল্পী), শিল্পী শ্রীমতি রিনা রায় (ভারত) প্রমুখ।
আবৃত্তি-উর্মি নন্দী, আনজামুল মুনির।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- সাঈদা আজিজ চৌধুরী
অনুষ্ঠানটির আয়োজনে ছিলেন – সপক ফাউন্ডেশন এবং সার্বিক সহযোগিতায়- প্রতিবিম্ব প্রকাশ।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন শিরীনা ইয়াসমিন (কবি ও অধ্যাপক)। অনিতা দাস (কবি ও অধ্যাপক)।
ধন্যবাদ জ্ঞাপন:
কবি সাঈদা আজিজ চৌধুরী, (সভাপতি, সপক ফাউন্ডেশন)
শিরীনা ইয়াসমিন (সাধারণ সম্পাদক, সপক ফাউন্ডেশন)
কবি অনিতা দাস (মহাসচিব, সপক ফাউন্ডেশন)
কবি সুরমা খন্দকার, (সিনিয়র সহ সভাপতি, সপক ফাউন্ডেশন)
কবি ও কথাসাহিত্যিক তসলিমা হাসান (প্রধান উপদেষ্টা, সপক ফাউন্ডেশন)
আবুল খায়ের (প্রতিষ্ঠাতা: সপক ফাউন্ডেশন)
________________________________
সৃজনশীল লেখকের ঠিকনা:
প্রতিবিম্ব প্রকাশ (সৃজনশীল পুস্তক প্রকাশ ও বিপণনে বিশ্বস্ত অংশীদার)।
কালের প্রতিবিম্ব (ম্যাগাজিন)
মনের মুকুরে (শিশু-কিশোর পত্রিকা)
বাড়ি: ০১ (চতুর্থ তলা), সড়ক: ১৪/বি, সেক্টর:০৪, উত্তরা, ঢাকা-১২৩০।
ফোন: ০১৭১৫৩৬৩০৭৯/০১৮২৬৩৯৫৫৪৯
ইমেইল: khair.hrm@gmail.com;
info@protibimboprokash.com
ওয়েব: https://protibimboprokash.com/
পেজ: https://www.facebook.com/protibimboprokash