৩৬৭ বার পড়া হয়েছে
বরেণ্য আবৃত্তিকার শিমুল মুস্তাফা জন্মদিন:
জন্ম তারিখঃ ১৭ অক্টোবর
জন্মস্থানঃ ঢাকা
পিতাঃ খান মোহম্মদ গোলাম মোস্তফা
মাতাঃ আফরোজ মোস্তফা
পরিচিতিঃ আবৃত্তিকার হিসেবে।
কর্মজীবনঃ আশির দশকের শুরুতে স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলনের সময় কবিতা আবৃত্তি এবং থিয়েটর বেশ জনপ্রিয় হয়ে ওঠে। সে সময় থেকেই আবৃত্তি শুরু। তিনি জন্মগ্রহন করেছিলেন শিল্পমনা পরিবারে। সেখান থেকেই তিনি অনুপ্রাণিত এবং শিল্প হিসেবে তিনি বেছে নেন কবিতা আবৃত্তিকে। এরপর ধীরে ধীরে তিনি অনেক পরিচিত হয়ে ওঠেন এবং বর্তমানে তিনি এদেশের একজন জনপ্রিয় আবৃত্তিকার হিসেবে পরিচিত।