১৩০ বার পড়া হয়েছে
নাতনির জন্মদিনে নিবেদিত ছড়া।
জন্মদিন শুভজন্মদিন
এই দিন সেই দিন,
বছর ঘুরে এলো আবার
সোফিয়ার শুভ জন্মদিন।
তোরই মুখে তোরই চোখে
কত যে স্বপ্ন আঁকি,
তুই যে আমার হৃদয়ে পোষা
ছোট্ট ময়না পাখি।
হৃদয় জুড়ে গর্বে ভরা
তুই যে সোনামুখ,
তোরে বুকে টানি যখন
পাই যে স্বর্গসুখ।
এলি যখন ফুটলো তখন
ফুল যে আমার বাগে,
কত যত্ন করি তোরে
আদরে সোহাগে।
তুই যে আমার ভালোবাসার
আশায় প্রদ্বীপ হয়ে,
শান্তির আলো জ্বেলে দিলি
আমার এই হৃদয়ে।
খোদার কাছে যাই যেচে
তোরই দীর্ঘায়ু,
প্রশস্ত হোক তোর জন্য
সৃষ্টির আলো বায়ু।
✑ কলমে- তসলিমা হাসান
কানাডা, ০৩-১২-২০২১