বারী সিদ্দিকীর ৬৮ তম জন্মদিন পালন ও গুণীজন সম্মাননা প্রদান:
গত মঙ্গলবার, ১৫ই নভেম্বর ২০২২ তারিখে বারী সিদ্দিকী স্মৃতি পরিষদের আয়োজনে বিশিষ্ট সংগীত ব্যক্তিত্ব, বংশীবাদক ও কণ্ঠশিল্পী শ্রদ্ধেয় বারী সিদ্দিকীর ৬৮ তম জন্মদিন উপলক্ষে ঢাকা, সেগুনবাগিচায় কচিকাঁচার মেলা অডিটোরিয়ামে আলোচনা ও সঙ্গীতানুষ্ঠান-এর আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে বরেণ্য কবি ও কথাসাহিত্যিক তসলিমা হাসান’কে সম্মাননা ও পুরস্কার দেয়া হয়। জনপ্রিয় সঙ্গীতশিল্পী রুক্সী আহমেদ তাঁর পক্ষ থেকে আ্যাওয়ার্ডটি গ্রহণ করেন।
কবি তসলিমা হাসান অমর কিংবদন্তি সুর সাধক বারী সিদ্দিকী-কে বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং রুক্সী আহমেদ’সহ অনুষ্ঠান আয়োজন সংশ্লিষ্ট সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানান।
এক বার্তায় যাঁরা তাঁর কবিতা ও গল্প নিয়মিত পড়েন এবং তাঁকে উৎসাহ দেন তাদের সবার জন্য কৃতজ্ঞতা ও ভালোবাসা জানান। সবার কাছে তিনি দোআ কামনা করেন।
৩ Comments
congratulations
Congratulations
সর্বোচ্চ সম্মান ও অভিনন্দন বস্তূনিষ্ট লেখক আমাদের প্রিয় বরেণ্য কবি ও কথা সাহিত্যিক জনাবা তসলিম হাসানকে গুনিজন সম্মানোনা ও পুরস্কার ২০২২ প্রদান উপলক্ষে।