প্রেমের পরশ
পারভীন আকতার
ভালোবাসি যাহারে সেইতো ছাড়িয়া যায়,
ক্ষণেক্ষণে হিয়ায় কাঁপন তুলিয়া নির্বাসন হায়।
দক্ষিণা সমীরণে সম্মুখে সাগ্নিক উতলা পবন,
তাহার লাগি কাঁদে আনন্দলোক প্রেম কমল।
এত নিঠুর কী করে হইলে সখা প্রিয় সম্মোহন,
ধেয়ে চলে নিয়তির খেলা বিমর্ষ উন্মোচন।
একটি বার কহিবার তরে রচিলে শত বচন,
বিবাগী আমি নিষ্ফলা বদনে ছুঁয়েছি পদ্মচরণ।
যাহার লাগিয়া সাজিয়েছিলুম গুলপাতায় ঘর,
শোকের আর্তনাদে মিলন ক্ষণে সে করিল পর।
পরের তরে এ জীবন উৎসর্গ বিবাগী কভু,
যাঁতাকলে পিষিয়া মৃতস্নান আর করিওনা প্রভু।
তোমারি সহিত সমরে বেগ নাহি করি অবেলায়,
প্রেমের ভুবনে সিঞ্চন নিশি তমসা নিরালায়।
সুখের বারতা আসিব বলিয়া দেয় শুধুই ফাঁকি,
ধোঁয়াশা আশা,অব্যক্ত দুঃখ হৃদে কেবলি মাখি।
নাহি পারি সহিতে;অবগাহন তোমাতে আজি,
প্রেমের পরশের লাগিয়া তনুমন সুপ্রসন্ন সাজি।
পুষ্প কাননে ঘুরিয়া বেড়ায় সুগন্ধি বাহারে,
ভালোবাসি চিরদিন;কহিব পান্থজন কাহারে?
—————————-
পারভিন আকতার
শিক্ষক কবি ও প্রাবন্ধিক
রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।