আরও একমাস সময় বাড়ানো হলো: পাণ্ডুলিপি পাঠানোর শেষ তারিখ: ৩১ মে ২০২৪
পাণ্ডুলিপি আহ্বান: আপনার অপ্রকাশিত পাণ্ডুলিপি পাঠিয়ে দিন।
প্রিয় সুধী, বাংলা সাহিত্যচর্চায় যাঁরা নিবেদিত এবং প্রতিভাবান লেখকদের উৎসাহ দেওয়ার লক্ষ্যে তসলিমা-ইকবাল ফাউন্ডেশন ও প্রতিবিম্ব প্রকাশ এর উদ্যোগে পরিচালিত বইমেলা-২০২৫ এর জন্য বাংলাদেশের কবি-লেখকদের থেকে পাণ্ডুলিপি আহ্বান করা হচ্ছে।
যেসব বিভাগে লেখা জমা/পাঠানো যাবে:
১) শিশুতোষ গল্প (সর্বোচ্চ: ৩২ পৃষ্ঠার)
২) অনুবাদ
৩) উপন্যাস (সর্বোচ্চ: ৭ ফর্মা)
৪) গল্প (সর্বোচ্চ: ৭ ফর্মা)
৫) প্রবন্ধ/নিবন্ধ (সর্বোচ্চ: ৭ ফর্মা)
#৫টি বিভাগে প্রথম সেরা ৫ জনের বই একদম ফ্রি ছাপানো হবে। থাকবে লেখক সম্মানি এবং ক্রেস্ট/সনদ।
#৫টি বিভাগে দ্বিতীয় সেরা ৫ জনের বই লেখক-প্রকাশনীর যৌথ খরচে ছাপানো হবে। থাকবে ক্রেস্ট/সনদ।
#৫টি বিভাগে তৃতীয় সেরা ৫ জনের জন্য থাকবে সান্ত্বনা পুরস্কার। থাকবে ক্রেস্ট/সনদ।
দেশে-বিদেশে যেখানেই থাকুন, লেখা পাঠানো যাবে।
শর্তাবলী:
০১. লেখা সুতোনি-এমজে ফন্টে ওয়ার্ড /পিডিএফ ফাইল পাঠানো যাবে।
০২. পাণ্ডুলিপি স্বরচিত, অপ্রকাশিত ও মৌলিক লেখা হতে হবে।
যেকোন সিদ্ধান্ত প্রতিবিম্ব প্রকাশ এবং তসলিমা ইকবাল ফাউন্ডেশন এর সিদ্ধান্তই চূড়ান্ত হবে।
লেখা পাঠানোর ঠিকানা:-
প্রতিবিম্ব প্রকাশ, বাড়ি: ১১, সড়ক ০৩, সেক্টর: ০৬, উত্তরা, ঢাকা-১২৩০।
মোবাইল: ০১৭১৫৩৬৩০৭৯; #০১৮২৬৩৯৫৫৪৯
ইমেইল: khair.hrm@gmail.com; protibimboprokashoffice@gmail.com
ওয়েব: https://protibimboprokash.com/
পেজ: https://www.facebook.com/protibimboprokash