২০৪ বার পড়া হয়েছে
নয়নের আরশি
শাহানা চৌধুরী
নয়নের আরশিতে দেখেছি
তোমার মুখ,
ওগো মোর সুন্দর, হেরীতে দাও
তোমার মুখ খানি ,
মোর নয়ন মাঝে ।
ছিলাম আমি ফুলের বনে ঘুমিয়ে
তুমি ভ্রমর গুন গুনিয়ে ভাঙালে
সে ঘুম, আমি দু’চোখ খুলে
তোমাকে হেরিলাম ,
ওগো মোর মন চোর
স্বপ্নে ঘেরা – জীবন আমার
তোমাতে মুগ্ধ যে ,
হারিয়ে গিয়েছি কখন আমি
তোমার হৃদয় গভীরে,
তুমি দু’হাত বাড়িয়ে
নিলে আপন করিয়া ।
অন্তত কাল ভাসবো মোরা
প্রেমের সুখের সাগরে,
যদি ঝড় আসে তুমি দু’বাহু
দিয়ে ভালোবাসার চাদরে
জড়িয়ে রেখ এই মোরে
যদি পথ ভুলে তুমি চলে যাও
বহু দূরে, যদি আর কভু নাহি
আস ফিরে, আমার এই ভুবনে
তবে তোমার সুখেই হবো ,
আমি চির সুখী ।
আমি রংধনুর সাত রঙ হয়ে
ভেসে বেড়াবো মেঘলা আকাশে,
তোমার সুখের নীড়ে রংধনুর
আবীর রঙ ছড়াবো ভালোবেসে ।
আমি সন্ধ্যামালতী আর চন্দ্র মল্লিকা
ফুল হয়ে ফুটবো তোমার সাজানো
ফুল বাগানে , প্রতিদিন সুবাস দিয়ে
ভরিয়ে রাখবো ,
তোমার সাজানো ঘরের কোন ।
————————————————
মির্জা সহিদপুর
ওসমানী নগর
সিলেট । 02 .10.2021
১ Comment
very good job; congratulations.