নেশাচর পাখি ও কবির কবিতা
নাসরীন রেখা
১০/১০/২০২১
জোছনা স্নানে স্নিগ্ধ বাঁকা চাঁদের মিষ্টি আলো।
রাতের আধাঁরে মগডালে রাতজাগা পাখির বেসুরা ডাক লাগে না ভালো।
অপার স্বপ্ন লোকচুরি খেলে ডানার আড়ালে।
উজ্জ্বল নক্ষত্র রাশি দেখে ও না দেখার ভান
শরতের নিঝুম রাতে।
মেঘ বালিকা ধবল মেঘে সাঁতার কাটে মনের
সুখে।
কোথাও নেই কোন টু শব্দ?
খাঁ খাঁ উঠোন, চিলাকোঠা, বেলকনিতে কেকটাসের বিবর্ণ পাতা।
দক্ষিণা হাওয়ায় এলোকেশে দুলছে মাধবী লতা।
শাড়ির আড়ালে ঘোমটায় মুখ লুকিয়ে স্বার্থপর বাঁকা চাঁদ।
অন্ধকারে খোঁজে ফিরে পথভ্রষ্ট পথিক গন্তব্যের
অমসৃণ পথ।
জেগে আছে মধ্য রাতে নেশাচর পাখি ও কহু
কেকা আর কবির কবিতা।
কবি নিরব নিস্তব্ধ রাতে কবিতা রচনাই মত্ত মাদকতায় ডুবে।
শব্দ ঝরে বকুল ফুলের মতো রাশি রাশি!
কবির কবিতা দেশালায়ের জলন্ত কাঠির অগ্নিশিখা।
ঘুমন্ত মানুষের মনে জাগায় আশার সঞ্চার।
স্বপ্নময় পৃথিবী ভরে উঠুক নতুন প্রত্যাশায়।
ঝাপিয়ে পড়ুক জীবন যুদ্ধে।
ফুলে, ফলে, পাখির কাকলীতে ভরে উঠুক,
সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলা।