১৫৬ বার পড়া হয়েছে
দোয়েল পাখির গানে
(রহীম শাহ)
টুঙ্গিপাড়ার একটি ছেলে শেখ মুজিবুর নাম
এই দেশে এই ছেলের এখন অনেক অনেক দাম।
দাম কি শুধু, নামও আছে দেশে জুড়ে তার কারণ?
এই কাহিনি বলতে এখন নেই যে কোনো বারণ।
মুজিব নামের এই ছেলেকে তোমরা সবাই চেনো,
ছন্দ-ছড়ায় আজ ছেলেটির জীবনখানা জেনো।
ছোট্ট বেলায় ছিল সে যে খুব সাহসী বালক,
চোখ দুটি তার ছিল যেন প্রজাপতির পালক।
মন ছিল তার স্বপ্নে রাঙা আবেগ ছিল প্রাণে,
আকুল হতো মুগ্ধ হতো দোয়েল পাখির গানে।