তোমার প্রেমে উষ্ণতা চাই
তসলিমা হাসান
তোমার প্রশ্বাসে অক্সিজেন হয়ে
পৌঁছাতে চাই তোমার ফুসফুসে।
অ্যালভিওলাসে গিয়ে প্রেম হয়ে মিশতে চাই প্রতিটি রক্তকণিকায়।
হৃদযন্ত্র হয়ে তোমার বুকের বাম পাশে থাকতে চাই।
থাকতে চাই তোমার শার্টের কলারের ঘাম হয়ে।
তোমাকে খুব করে কাছে পেতে চাই।
নরম তোয়ালে হয়ে স্নানের পরে ভেজা শরীরে তোমাকে জড়িয়ে
রাখতে চাই।
আমার কাঁধের একপাশে জড়ো করে রাখা অবিন্যস্ত চুল সরিয়ে
যখন তোমার চোখ চলে যায় আমার উন্মুক্ত পিঠে,
তখন তোমার ঐ অবাধ্য ঠোঁটে আমার ভেজা চুল সরিয়ে কাঁধে চুমু এঁকে দিবে।
তোমার ঠোঁটের স্পর্শ পেয়ে চারাগাছের মতো আন্দোলিত হয়ে উঠবো আমি ।
তোমার উষ্ণ নিঃশ্বাসের তাপে, বসন্ত এসে যেন
ভর করবে আমার শরীরের প্রতিটি অণুতে অণুতে।
আমার পিয়ানোর রীডের শরীর যেনো বেজে উঠবে তোমার আঙুলের স্পর্শে।
পৃথিবীর সবচেয়ে মধুর সুরে
কে যেনো আড়াল থেকে বলে উঠবে—
আজ এই বিকেলের জন্য শুধু তুমি আমার…
আর আমি সহস্র প্রজাপতি হয়ে রাঙিয়ে দিবো
তোমার ক্লান্ত বিকেল।।
তসলিমা হাসান
কানাডা,০৭-১১-২০২২