হাসি এখন
ড. এস,এ,তালুকদার
(১৬/৭/২০২১)
হাসতে হাসতে বাঁচতে চাই
হাসতে হাসতে মরতে চাই
হাসির জন্য অপেক্ষায় অনুক্ষণ
হাসির জন্য পাইনা কোন উপকরণ।
হাসলে জানি মনটা হয় বড়
হাসি এখন সহসাই মেলেনা যত্রতত্র।
হাসি এখন প্রান্তিক হয়েছে রোগে শোকে
হাসির ঐতিহ্যে ভাটা পরেছে ক্ষুধা অপুষ্টির আড়ালে।
হাসির জন্য করলে হা মুখে হয় ঘা
হাসিতেও এখন পরেছে শকুনের ছায়া
হাসিতে করলে আওয়াজ নারী হয় বেহায়া
হাসি এখন শাসিত দূষিত মননে শৃংখলিত।
হাসি ছিল বাংলার সুখ স্মৃতি
হাসি ছিল ভ্রমরের গুণগুণ
হাসি ছিল কিশোরীর উচ্ছ্বলতা
হাসি ছিল ঠোঁটে ঠোঁটে পান চুনে রঙিন।
হাসি এখন দুষ্প্রাপ্য সংকুচিত মনে
হাসি এখন পাওয়া যায় ডাক্তারের প্রেসক্রিপশনে।
হাসি এখন শরীরের প্রফুল্লতা ভিটামিন
হাসি এখন ইম্যুউনিটি বাড়ায় ডাক্তারের পরামর্শ নিন।
১ Comment
অনেক সুন্দর লেখনি