জীবন পদ্য
রফিকুল ইসলাম চৌধুরী
ধর্মান্ধতার মহাসমুদ্রে নিমজ্জিত মানবকুল
প্রতারণার চক্রে ঘুরছে
মিথ্যা প্রহেলিকায় এ এক যাপিত জীবন
এ কোন নেশা, এ কোন মাদক
যে নেশা কাটে না, যে নেশা ছাড়ে না
মাদকের সেরা মাদক।
রাষ্ট্রযন্ত্রের রন্ধ্রে রন্ধ্রে মাদকাশক্তের দল
আদর্শের খতিয়ানে শূন্য নম্বর
আফিম মারিজুয়ানা হাশিশ যেথা হার মানে
সে এক হার না মানা মাদক।
কী মোদের ভবিষ্যৎ
সবাই অভিনেতা, সর্বত্র বহুচারী
বিদ্বেষ যেখানে সংবিধান
যাচ্ছি কোথায় যাবো কোথায়
সে প্রশ্ন যেন অবান্তর।
সচিবালয়ের করিডোর বা ঝুল বারান্দায়
কৌশলী মাদক কারবারি
দুপুর না হলেও তাদের হাঁকডাক
সেবা প্রত্যাশীরা খুব অসহায়
সুড়সুড় করে চলে যায়
রাষ্ট্রের মালিক জনগণ!