জন্মদিনের শপথ
– এটিএম ফারুক আহমেদ
২২.১১.২২ইং, ১৬.৪৫মিঃ
আকাশ পৃথিবী ছয় দিনে সৃষ্টি
মানুষ কতোদিনে তা’তো না জানি!
পঁচা, কাদা, ঠনঠনে মাটি হতে তুমি তৈরি
তারপরও কতো যতনে বীর্যে রূপ দেই আমি।
তারপরও কি বসে থাকি, ওহে মোর সৃষ্টি?
মায়ের গর্ভে আস, বাপের উদগ্র চেতনায়
দুয়ের আকাঙ্খায় দুয়ের মিলনে
মিলন হয় কতো সুখময়
দু’জনে মিলে একজন হয় ভেবেছ নিশ্চয়ই?
কতো ভাবনায় পথ চল, কতো লহমে ছোট
স্বার্থের বসে, স্বার্থের আশে নীরবে শত কানাকানি কর
ধান্দায় থাকি, ধান্দায় চলি তুমি আমি সে তিনি
তিনি আর সে কাম সেরে কয়, আমি কি জানি
সে করেছে, ও করেছে, স্বার্থে সব গোপনে করে
প্রকাশ্যেও করে, মার দিয়ে করে, চোখে ধূলো দিয়ে যায় করে
আপন গতিতে গতিময় সে
আমি রামকানাই রামই রয়ে যাই
উঁচুতে ওঠে সে
লাট ভাই, বড়ো ভাই আমার দাদা হয় সে
আমি দাদার বোঝা টানি চামচাও আমি যে
এ-ই কীর্তি মোর, মোরা মানব জাতি
মানবের তরে সব কিছু জলাঞ্জলি দিয়েছি বলি
নীরবে আমি শুধু ঠকাইয়াই যাই
ঘটা করি সব করি, খাই দাই, আর ঘুমাইয়া যাই।
আমি যে মানুষ, মুঠে মজুর কৃষক কিষাণী শ্রমজীবীদের কথা ভুলে যাই।
আজ এ-ই জন্মদিনে শপথ করি
সৃষ্টির কল্যাণে যেন আমরা সব কাজ করি।