১২৩ বার পড়া হয়েছে
জননী
মো. ফাত্তাহান আলী
হে জননী পরম জীবন কল্যাণী
করিও মোরে সুচার সৃজনী।
বহিকূলে বিন্যাস ও নব বীণে
ছুটি আমি অনিন্দ্য তব চরণে।
ফুল হাসিতে থাকিতে চাহিয়া
পশু না হয়ে যায় মানুষ হইয়া।
বেদনা শত বিলাও তারে
ঝরে ফেল মুক্তার কোষ্ঠরে।
ভালো মানুষ হতে চাই নিবেদন
মিনতি মোর প্রভু করিবে যতন।
কে মোর দিবে নব পাল তুলে
নিত্য পৃথিবীর পাগলামি ভুলে।
আমি ছাড়িয়া বিশ্ব তরী মহাসমুদ্রে
আসিব ফিরে এ ঘোর অধার রুদ্রে।