গ্রুপকে নিবেদিত লেখাগুলোর অন্যতম ভালোলাগার মতো স্মৃতিচারণ: লেখক ও শিক্ষাবিদ ফরিদা বেগম: (গ্রুপে পোস্ট করা কমেন্টস)
Farida Begum (Author)
গতবছর করোনাকালীন প্রথম ছোবলের সময়, আমি আমেরিকা প্রবাসী এডমিন, কবি মনিরা বেগম এর ডাকে সাড়া দিয়ে, এই গ্রুপে ঢুকে পড়ি/ গ্রুপের প্রতিষ্ঠাতা, কবি ও কলামিস্ট জনাব আবুল খায়ের ভাই, আমাকে সযত্নে গ্রুপের মধ্যে, উচ্চাসনে ঠাঁই দিয়েছিলেন/তার এই সম্মান আমার মাথার মুকুট হিসাবে গ্রহণ করেছি /তাই আজকে দিনে তাকে জানাই হাজারো সালাম/ তারমধ্যে এমন কিছু গুণাবলী আছে ,যা দিয়ে তিনি গ্রুপের সবাইকে ভালোবাসার বন্ধনে বেঁধেছেন/ তাই দিনে দিনে ভরে উঠেছে এই প্ল্যাটফর্ম /এখানে আছেন অনেক অভিজ্ঞ লেখক, সাহিত্যিক ,কবি/ আবার আছেন সদ্য নব নব তরুণ-তরুণী কবি, লেখক /সবাই মিলে সুন্দর-সুন্দর লেখনি দিয়ে সমৃদ্ধ করে চলেছে এই অঙ্গন/ কারো চেষ্টার কোন বিরাম নেই / পুরাতন নূতন ,কবি লেখকদের সৃজনশীল লেখালেখি এবং প্রচেষ্টার মাধ্যমে এই সাহিত্যাঙ্গন ভরে উঠেছে সৌরভে ও গৌরবে/
সবাই ভালো থাকেন/ লিখেন মনের যত কথা, ছন্দে ছন্দে, মিল অমিল হোক না, তাতে ক্ষতি কি? তবে লেখার মধ্যে থাকুক, কোন বিষয়বস্তু, দিকনির্দেশনা কিংবা একটা মেসেজ/ সবাই ভালো থাকেন/ লিখেন মনের যত কথা, ছন্দে ছন্দে, মিল অমিল হোক না, তাতে ক্ষতি কি? তবে লেখার মধ্যে থাকুক, কোন বিষয়বস্তু, দিকনির্দেশনা কিংবা একটা মেসেজ/সবাইকে এক গোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম সবাই সুন্দর থাকেন ভালো থাকেন শুভ জন্মদিন সপক..
৭ Comments
আজ স প ক এর 11 তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ,গ্রুপের প্রতি রইল আমার অকৃত্রিম ভালোবাসা /শুভ জন্মদিন /আগামী পথ চলা আরো সুন্দর হোক ,কবি লেখকগণ লিখতে থাকুন ,আপনার মনের যত কথা /সবার সুস্বাস্থ্য, সুন্দর জীবন কামনা করি/
শুভ জন্মদিন সপক গ্রুপ
, এখন শ্রাবণ, মাস /মেঘলা আকাশ / ঝিরি ঝিরি বৃষ্টি/ এমন দিনে তারে বলা যায় /অতঃপর সবাইকেই বলি ,বিশেষ করে, আমার পছন্দের দোসর গান, তোমাদের জন্য বিশেষ দিনে আমার বিশেষ ভালবাসা/
স প ক গ্রুপের আজ 11 তম প্রতিষ্ঠা বার্ষিকী/ তাই গ্রুপ কে জানাই স্বাগতম /আজ সবাই আমরা ভালো মন নিয়ে থাকি /চেয়ে দেখি চারিদিকে আনন্দ আর আনন্দ !তাই সবাই একটু হাসি, না হাসলে দিনটাই নষ্ট/ এসো মুখরিত আনন্দে উৎসবে উৎসবে দিনটা ভরে তুলি/
Congratulations and best wishes.
Happy birthday to poetry of society.Go ahead.
আমার লিখা কিংবা অভিমত কারো যদি একটুখানি ভালো লাগে, তবে আমি কৃতজ্ঞ/
আসুন আমরা আমাদের অঙ্গনকে ,আমাদের নিজেদের অবস্থানকে ,আরো সুদৃঢ় করি ,লেখনীর মাধ্যমে/
বন্ধুসকল থাকো মোর অন্তরে অন্তরে