সমাজ পরিবর্তনে কবিতা গ্রুপ ও প্রতিবিম্ব প্রকাশ এর উদ্যোগে সাহিত্য আড্ডা ও গুণীজন সংবর্ধনা।
———————————–
আগামী ৩০ অক্টোবর সোমবার বিকাল ৩ টায় প্রতিবিম্ব প্রকাশ ও সমাজ পরিবর্তনে কবিতা গ্রুপ এর উদ্যোগে ভারত ও বাংলাদেশের কবিরা কবিতা পড়বেন।
প্রথম পর্বে-
প্রধান অতিথি হিসেবে আলোচনা করবেন কবি শ্যাম সুন্দর সিকদার (চেয়ারম্যান: বিটিআরসি)।
প্রধান আলোচক বরেণ্য ছড়াকার আসলাম সানী (বাংলা একাডেমি পদক প্রাপ্ত)।
সাহিত্য আলোচনায় ভারতের লেখক, গবেষক ও কবিতীর্থ সম্পাদক: অমলকুমার মণ্ডল। বাংলাদেশের প্রখ্যাত কবি বৈশ্বিক কণ্ঠস্বর রেজাউদ্দিন স্টালিন।
সভাপতিত্ব করবেন: প্রাকৃতজ শামিমরুমি টিটন।
সম্মানিত অতিথি থাকবেন: ড. নাঈমা খানম (কবি, গবেষক, সিনেট মেম্বার, ইসি কর্মকর্তা), ইউসুফ মুহম্মদ (দোঁহাকার ও কবি), কবি এটিএম ফারুক আহমেদ (সাবেক পুলিশ সুপার), শিহাব রিফাত আলম (জাগ্রত মহা নায়ক), কবি আসাদ কাজল, ছড়াকার আহমেদ জসিম, কবি জামসেদ ওয়াজেদ, কবি পলক রহমান (মেজর, অবঃ), কবি কবীর হোসেন তাপস, কবি শাহীন রেজা, কবি আবদুর রব, কবি সৌমিত্র দেব, হাসিনা আনছার (রান্ধনশিল্পী)।
উদ্বোধক: রুক্সী আহমেদ (বিশিষ্ট সংগীতশিল্পী), বিভাগীয় প্রধান (ইংরেজি), লালমাটিয়া মহিলা কলেজ।
স্বাগত বক্তব্য রাখবেন: কবি সাঈদা আজিজ চৌধুরী।
উপস্থাপনায়: অ্যাডভোকেট শিমুল পারভীন।
শুভেচ্ছাজ্ঞাপনে কবি রতন মাহমুদ, কবি হরষিত বালা, কবি দিলদার হোসেন, কবি শাহীন রেজা, কবি জুয়েল মাজহার, কবি মোসলে উদ্দিন, কবি শিরীনা ইয়াসমিন, কবি অনিতা দাস, কবি সুরমা খন্দকার, কবি শাহী সবুর, কবি বকুল আশরাফ, কবি মাহমুদ হাফিজ, কবি নূরুল হক, কবি হারুনুর রশীদ, কবি সৈকত হাবিব, কবি সৈয়দ রনো, কবি শাহীন চৌধুরী, কবি সাহিদা ফেন্সী, কবি তৌফিক জহুর, কবি সৌমিত্র দেব, কবি রমজান মাহমুদ, প্রকৌশলী মো. জাকির হোসেন, কবি এজাজ সানোয়ার, কবি লাবণ্য সীমা, কবি শাহানা সুলতানা, কবি মোহাম্মদ মুজিবুর রহমান বকুল, কবি মাহতাব, কবি অমি রেজা, খাদিজা রহমান কল্পনা প্রমুখ।
ধন্যবাদ জ্ঞাপন করবেন: প্রতিবিম্ব প্রকাশের কর্ণধার এবং সমাজ পরিবর্তনে কবিতা গ্রুপের প্রতিষ্ঠাতা: কবি ও কলামিস্ট আবুল খায়ের।
দ্বিতীয় পর্বে:
আবৃত্তি করবেন- ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায়. ড.শাহাদাৎ হোসেন নিপু , বাল্মীকি (ভারত), নায়লা তারান্নুম চৌধুরী কাকলী, ফারহানা তৃণা, শামীমা চৌধুরী এলিস, জাহানারা বুলা, কবি লিজি আহমেদ, ক্যামেলিয়া আহমেদ, আফরোজা মিতা, পিওনা আফরোজ ও উর্মী নন্দী।
বাংলাদেশের ও ভারতের বিভিন্ন স্বনামধন্য কবিরা কবিতা পড়বেন।
অনুষ্ঠানের শুরুতে রবীন্দ্র সংগীত গাইবেন ছায়া কর্মকার ও নজরুল সঙ্গীতে থাকবেন মুন্নী কাদের ও মহুয়া বাবর প্রমুখ।
___________
বার্তা প্রেরক
এজাজ সানোয়ার
অনুষ্ঠান সমন্বয়ক
প্রতিবিম্ব প্রকাশ ও সমাজ পরিবর্তনে কবিতা (সপক)।
মোবাইল- ০১৭১৫৩৬৩০৭৯ . 01711161668