কলম ও বন্দুক
– সরকার মাহবুব
দু’টোকেই মান্য করি ! কুর্নিশ করি !
কলম অথবা বন্দুক
হাতে নিলেই তো হলোনা !
কিছু কি করতে চাও ?
কিছু কি বলতে চাও ?
বলো। গলা ফাটিয়ে বলো।
একদিন মানুষ ঠিকই শুনবে তোমার ওইসব কথামালা।
যদি ওই উচ্চারণে শুদ্ধতা থাকে।
পরিচ্ছন্নতা থাকে।
মমতা নামক কিছু মিষ্টতা থাকে।
যদি থাকে দিগন্ত প্রসারিত অবিশ্রান্ত-কোরাস।
যদি থাকে অনন্তের অবিশ্রান্ত বারিপাত।
যদি থাকে মহামানবের দীপ্ত আহ্বান।
সর্বোপরি যদি থাকে কোনো স্পষ্ট মেসেজ।
যদি থাকে !
তবেই তোমার গান গাইতে গাইতে আবার চলবো, হাটবো
প্রতিটি নতুন সূর্যদয়ের দিকে।
হয়তো সেদিন শ্রদ্ধায় অবনত-
যেমন – তাঁকে কুর্নিশে
রেখেছি মাথার ওপরে !
ঢাকা ০২.০৪.২০২৩
লেখক: সাবেক সচিব।