গত 07-12-2023 কবি সাঈদা আজিজ চৌধুরী এর জন্মদিন পালিত হয় প্রতিবিম্ব প্রকাশ-এর উত্তরা অফিসে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেণ্য শিশুসাহিত্যিক ও ছড়াকার আসলাম সানী, বরেণ্য কবি রেজাউদ্দিন স্টালিন, কবি ও অভিনেতা এবিএম সোহেল রশিদ, কবি ও সংগীতশিল্পী মেজর পলক রহমান, কবি ও সংগীতশিল্পী লিজি আহমেদ, কবি নূরুল হক, কবি হারুনূর রশীদ, কবি রাজিয়া সুলতানা (শিম্মা), কবি সাঈদা আজিজ চৌধুরী, কবি ও কলামিস্ট এবং প্রতিবিম্ব প্রকাশ এর কর্ণধার আবুল খায়ের, কবি সাদ্দাম বিশ্বাস, গানের পাখি শিপ্রা, মোঃ রাব্বি সাদীসহ আরো অনেকে।
উক্ত অনুষ্ঠানে কবি সাঈদা আজিজ চৌধুরী এর কাব্যগ্রন্থ “শতাব্দীর চুম্বন” বইয়ের পাঠ উন্মোচন করা হয় এবং বইটি নিয়ে বিশদ আলোচনা করেন- আসলাম সানী, রেজাউদ্দিন স্টালিন এবং এবিএম সোহেল রশিদ।
এছাড়াও কবি ও সংগীতশিল্পী মেজর পলক রহমান এবং কবি ও সংগীতশিল্পী লিজি আহমেদ এর ডুয়েট কবিতা আবৃত্তি ও গান পরিবেশনে অনুষ্ঠানটিতে অন্যমাত্রা যোগ করে।
উপস্থিত সবাই গান ও কবিতা পাঠে অনুষ্ঠানটি প্রাণবন্ত করে রাখে। বিকেল ৬টায় শুরু হলেও অনুষ্ঠানটি শেষ হয় রাত ১০টায়।