জন্মদিনের শুভেচ্ছা
কবি পরিচিতি:
মোহাম্মদ শাহানুর ইসলাম।
জন্ম: ২৭ ডিসেম্বর। গাইবান্ধা জেলায়।
প্রাতিষ্ঠানিক শিক্ষা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সরকারি তিতুমীর কলেজ থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক এবং উত্তরা ইউনিভার্সিটি থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
কর্মজীবন: বর্তমানে তিনি একটি বেসরকারি কলেজে পদার্থবিজ্ঞানের প্রভাষক হিসেবে নিয়োজিত আছেন।
লেখালেখি: স্কুল জীবন থেকেই তিনি লেখালেখি করে আসছেন। উচ্চমাধ্যমিকে পড়ার সময় দৈনিক ‘প্রথম আলো’ পত্রিকায় ‘বারবার ফিরে পাই’ শিরোনামে একটি কবিতা প্রকাশিত হয়। এরপর থেকেই তিনি বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা ও লিটল ম্যাগাজিনে নিয়মিত লেখালেখি করে যাচ্ছেন। তিনি ‘সাহিত্য স্পন্দন’ নামক একটি মাসিক পত্রিকার সাংস্কৃতিক সম্পাদক এবং বেশ কয়েকটি সাহিত্য সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।
তার লেখা ‘অন্তহীন যাত্রা’ ও ‘মনুষ্যত্ব-ই ধর্ম’ নামক দুটি কবিতাগ্রন্থ অমর একুশে গ্রন্থমেলায় ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এছাড়াও তার বেশ কিছু যৌথ কবিতা সংকলন গ্রন্থ প্রকাশিত হয়েছে এবং তার লেখা গল্পগ্রন্থ, উপন্যাস, কবিতাগ্রন্থ ও শিরোনামহীন লেখা অপ্রকাশিত রয়েছে।
১ Comment
Good job