কানাডা প্রবাসী বরেণ্য কবি ইকবাল হাসান’র জন্মদিনে নিরন্তর শুভ কামনা।
বরেণ্য কবি ইকবাল হাসান। তিনি কবি ও গল্পকার। সত্তরের জনপ্রিয় উল্লেখযোগ্য কবিদের অন্যতম।
জন্ম: ৪ডিসেম্বর, ১৯৫২। ডগলাস বোর্ডিং, বরিশাল।
লেখাপড়া:
স্কুল শেষে সরকারি ব্রজমোহন কলেজ। অনেক কষ্টে-সৃষ্টে অর্থনীতিতে অনার্স। পরে সাংবাদিকতায় এম, এ করার শখ হয়। কিন্তু তা ঐ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পর্যন্তই।
পেশা:
১৯৭৩ থেকে ঢাকায় বসবাস। স্থায়ী পেশা হিসেবে ইত্তেফাক গ্রুপে যোগদান ১ ৯৭৫-এ। পরবর্তী কয়েক বছর সাপ্তাহিক বিচিত্রা, সন্ধানী ও রোববারসহ বিভিন্ন পত্র- পত্রিকায় প্রচুর লেখালেখি।
১৯৮০ সালে প্রথমবার বিদেশ যাত্রা, ভাগ্যউন্নয়নের লক্ষ্যে। প্রথমে জার্মানিতে কয়েক বছর, তারপর, বাহামা হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র। আবার স্বদেশে প্রত্যবর্তন ১৯৮৬-তে। সাংবাদিকতার পূর্ব পেশায় যোগদান। এবং ঐ একই সময় জাতীয় কবিতা পরিষদের মাধ্যমে স্বৈরাচার বিরোধী সাংস্কৃতিক আন্দোলনে অংশ গ্রহণ। ৮৮’তে পুনরায় স্বেচ্ছানির্বাসন। সেই থেকে কানাডার টরন্টোতে স্থায়ীভাবে বসবাস ।
ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং এক কন্যা সন্তানের জনক, অসম্ভব বাউন্ডুলে এবং অস্থির প্রকৃতির।
উল্লেখযোগ্য অভিজ্ঞতা: দুইটি, কোর্টে বিয়ে করা (১৯৭৭) এবং হাসপাতালে মায়ের মৃত্যু (১৯৯৭)।
প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থ:
অসামান্য ব্যবধান, মানুষের খাদ্য তালিকায়, কপাটবিহীন ঘর, শেষ জ্যোৎস্নার চিত্রকলা, দূর কোনো নক্ষত্রের দিকে, মৃত ইঁদুর ও মানুষের গল্প, দূরের মানুষ কাছের মানুষ, আশ্চর্যকুহক, শহীদ কাদরী কবি ও কবিতা, জলরঙে মৃত্যু দৃশ্য, ছায়ামুখ, কার্তিকের শেষ জ্যোৎস্নায়, দীর্ঘশ্বাসের পাণ্ডুলিপি, প্রেমের কবিতা, ইকবাল হাসানের বারোটি গল্প, নির্বাচিত ১০০ কবিতা, যুগলবন্দি, আকাশপরী, চোখ ভেসে যায় জলে, সুখলালের স্বপ্ন ও তৃতীয় চরিত্র, আর্কিটেক্ট, গল্পসমগ্র, পরী, হুমায়ূন আহমেদ ও ঝরা পালকের গল্প, আলো আঁধারে কয়েকটি সোনালি মাছ, একদা চৈত্রের রাতে, প্রেম-বিরহের অনুকাব্য, নির্বাচিত গল্প, কিছু কথা কথার ভেতরে, শহীদ কাদরী স্মারকগ্রন্থ, রিমান্ড, তেলাপোকা ও আকাশপরী, ও নিবেদিত পঙ্তিমালা।
পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন শহরে ভ্রমণ এবং বসবাস করলেও সবচে’ প্রিয়স্থান, রাঙামাটি।
পুরস্কার:
বাংলা একাডেমির সৈয়দ ওয়ালিউল্লাহ সাহিত্য পুরস্কার।
বিগত ১২ এপ্রিল ২০২৩ রাত বারোটায় পরপারের যাত্রি হন এবং কানাডায় তাঁকে সমাহিত করা হয়। তাঁর আত্মার শান্তি কামনা করছি। তাঁর আত্মার শান্তি কামনা করছি।