১৩২ বার পড়া হয়েছে
এখনই প্রেমালিঙ্গণের সময়
– মুহাম্মদ শামসুল হক বাবু
হে যুবক হে যুবতী,
অষ্টপ্রহরে রাত যখন গভীর হয়-
আলোকিত চন্দ্র জেগে থাকে
হাওয়ায় হাওয়ায় গতর জুড়ায়,
জোনাকিপোকার মেলা বসে
ঝিঁঝি পোকা নৃত্যের তালে তালে গান গায়
মধু পূর্ণিমার স্নিগ্ধ রজনীতে-
দেবীকে শুধুই অনুভব করি,
মনে হয় এখনই প্রেমালিঙ্গণের সময়!
হে যুবক হে যুবতী,
তাঁর কথা চিন্তা করে করে-
পথহারা পথিক
ক্লান্ত পরিশ্রান্ত হয়ে-
যখন নীরবে নিভৃতে-
একা এক খাটে-
একা একা ঘুমিয়ে পড়ি-
তখন রুবারুমাসীকে মনে পড়ে যায়,
মনে হয় এখনই প্রেমালিঙ্গণের সময়!