৪১ বার পড়া হয়েছে
একজন মানুষ
সরকার হারুন
(ইকবাল হাসানকে উৎসর্গিত)
প্রভাতের কুয়াশা-ঢাকা-
সমুদ্রের গভীর থেকে
ভেসে উঠা লাল-সূর্যের মত,
দাদুর অস্বচ্ছ চশমার
কাঁচ দিয়ে-
পরিষ্কার দেখতে পান আগামী।
ধরণীর সৌন্দর্য্যের মাঝে যে জগৎ
সেখানটায় তার বাস।
উপভোগ, উপলব্ধি যত্নের সাথে
প্রতিটি মুহূর্ত
বিরল প্রকৃতির মানুষ।
নীল আকাশ দূরে-বহুদূরে
যেখানে মিলেছে অরণ্যের
সবুজ পাহাড়
আঁকাবাঁকা পথের
যেখানে শেষ-
সেখানে তার বাস।
বিরল প্রকৃতির মানুষ।
______
ফ্লোরিডা